হাসান লস্কর, সূর্যপুর, আপনজন: আসন্ন দূর্গা পূজার মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার সূর্যপুরের আদি গঙ্গার উপর নির্মিত নতুন ব্রিজ চালু হবে। দুই বছর ধরে চলা বারুইপুরের সূর্যপুর সেতু পুজোর আগে খুলে দেওয়া হবে জনসাধারণের যাতায়াতের জন্য। বারুইপুরে মহকুমা শাসক চিত্রদীপ সেন এই কথা বলেন। এই নিয়ে বারুইপুরের এসডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুরের এসডিও চিত্রদীপ সেন, বারুইপুরে বিডিও সৌরভ মাঝি, সেচ দপ্তরের আধিকারিক ও ইরিগেশন দপ্তরে আধিকারিকরা। বারুইপুর কুলপি রোডে থাকা সূর্যপুর সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। এই সেতু ধরেই বারুইপুর থেকে জয়নগর, মন্দিরবাজার থেকে শুরু করে রায়দীঘি, কুলতলী, মথুরাপুর যাওয়া যায়,২০২২ সালের জুলাই মাসে এই ভগ্ন বেহাল দশায় থাকা সেতু টি ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু করে পূর্ত দপ্তর। বিকল্প হিসেবে এই সেতুর পিছনে থাকা অন্য সেতু দিয়ে যাতায়াত চালু করেন তারা। কিন্তু টানা দুই বছর শেষ হয়ে গেলেও সেতু নির্মাণ সম্পন্ন না হওয়ায় ক্ষুব্ধ ছিল সাধারণ মানুষজন। তাদের অভিযোগ, অত্যন্ত ঢিলে তালে চলছে সেতু নির্মাণের কাজ। এই সেতু নির্মাণ দ্রুত সম্পন্ন হলে উপকৃত হবেন লক্ষাধিক মানুষজন এমনি জানালেন এসডিও চিত্রদীপ সেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগ কে সাধুবাদ জানাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct