সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: একদিকে যখন মুখ্যমন্ত্রী জমি দখল নিয়ে প্রশাসনিক মহলে কড়া বার্তা দিয়েছেন, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা দখল করেছে প্রোমোটাররা। স্কুল বন্ধ থাকার সুযোগে প্রাচীর তুলে দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল ভগবানগোলা থানার কালুখালী এলাকায়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আব্দুল মান্নান হাই মাদ্রাসার জন্য রাস্তার জমি দিয়েছিলেন জিয়ারুদ্দিন সেখ। তার বাবার নামে সরকার অনুমোদিত ওই বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন ২০০৯ সালে। তখন থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য একটি সরু গলি রাস্তা ছিল। দিন কয়েক আগে গরমের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকায় প্রোমোটাররা ওই রাস্তার জমি দখল করে। বিদ্যালয়ের সামনে তুলে দেওয়া হয় ইটের দেওয়াল। যার কারণে বিদ্যালয়ে যাওয়ার বা বিদ্যালয় থেকে বেরোনোর কোন রাস্তা একেবারে নেই বললেই চলে। স্কুল বন্ধ থাকার সুযোগে প্রোমোটাররা দেওয়াল তৈরি করে ওই স্কুলের রাস্তা বন্ধ করে দিয়েছে।
শিক্ষা দপ্তরের আধিকারিক, বিডিও সহ প্রশাসনিক মহলে রাস্তা বন্ধের অভিযোগ জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার রাস্তা বন্ধের প্রতিবাদে কালুখালী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, বিদ্যালয়ে যাওয়ার জন্য যে রাস্তা দখল হয়েছে, তা দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের হাতে দেওয়া হোক।
এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলেও তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি।
ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়।
বিদ্যালয়ের সহ শিক্ষক মোঃ ইব্রাহিম গণি বলেন, ‘স্কুলের জমির সঙ্গে রাস্তারও উল্লেখ রয়েছে। ওই রাস্তা দিয়েই এতদিন যাতাযাত হয়েছে। এখন স্থানীয় এক প্রোমোটার দাবি করছেন, ওই রাস্তা স্কুলের নয়, তার ব্যক্তিগত মালিকানাধীন। সেই কারণে তিনি রাস্তা ঘিরে নিয়েছেন। প্রশাসনের কাছে আমাদের আর্জি, স্কুলে যাতাযাতের জন্য রাস্তা নির্দিষ্ট করে দিয়ে বিদ্যালয় পরিচালনার সুস্থ পরিবেশ গড়ে তুলুন।’
এই বিষয়ে ভগবানগোলা এক ব্লকের বিডিও ডঃ নয়না দে বলেন, ‘বিষয়টি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে দেখে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আশা করি এই সমস্যার দ্রুত সমাধান হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct