আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসু শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে বিধানসভার অধ্যক্ষ তৃণমূলের নবনির্বাচিত দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোকে ‘সংবিধানের লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকারের পরিবর্তে তৃণমূলের দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর পরেই তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন।
রাজ্যপাল স্পিকারের সাংবিধানিক ত্রুটি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন। রাজ্যপাল তাঁর চিঠিতে আরও জোর দিয়ে বলেছেন যে রাজ্য বিধানসভায় বাংলার স্পিকার দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানো সংবিধান লঙ্ঘন করেছে।
রাজভবন ও বিধানসভার মধ্যে এক মাস ধরে চলা অচলাবস্থার পর মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থেকে তৃণমূলের দুই বিধায়ক রায়াত হোসেন সরকার এবং কলকাতার উত্তর উপকণ্ঠে বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নেন।
সংবিধানের ১৮৮ অনুচ্ছেদের উল্লেখ করে সুভাষচন্দ্র বলেন, ‘স্পিকার কিছু নিয়মের উদ্ধৃতি দিয়েছেন। কোনো শাসন কি সংবিধানের ঊর্ধ্বে হতে পারে? এটি প্রাথমিক জ্ঞান যে সংবিধান কোনও নিয়মকে অগ্রাহ্য করে”।
অনুচ্ছেদে বলা হয়েছে যে “কোনও রাজ্যের বিধানসভা বা বিধান পরিষদের প্রত্যেক সদস্য, তার আসন গ্রহণের আগে, রাজ্যপাল বা তার দ্বারা নিযুক্ত কোনও ব্যক্তির সামনে তৃতীয় তফসিলের উদ্দেশ্যে নির্ধারিত ফর্ম অনুসারে শপথ বা অনুমোদন করতে হবে। রাজ্যপাল নবনির্বাচিত দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর জন্য ডেপুটি স্পিকার নিয়োগ করা সত্ত্বেও এই সাংবিধানিক লঙ্ঘন ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct