আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে অবস্থিত সংসদ ভবনের ছাদে উঠে ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা। এ সময় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ছাদে ব্যানার টাঙিয়েছে।
ফিলিস্তিনকে স্বীকৃতিদানে অস্ট্রেলিয়ার একজন মুসলিম সিনেটর সম্মতি প্রদান করায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তাকে বহিষ্কার করেছে। এর প্রেক্ষিতে বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনের ছাদে বিক্ষোভ করে।
রেনেগার্ড দলের চারজন বিক্ষোভকারী কালো পোশাক পরিধান করে পার্লামেন্ট ভবনের ছাদে এক ঘণ্টা দাঁড়িয়েছিল। এ সময় তারা সাদা কালো রঙের বড় একটি ব্যানার ছাদে ঝুলিয়ে রাখে। এতে লেখা ছিল ‘চুরি করা জমিতে কোনো শান্তি নেই।’
অস্ট্রেলিয়া পার্লামেন্ট ভবনে ব্যানার টানানোর সময় এক বিক্ষোভকারী মেগাফোন হাতে বলেন, আমরা অস্ট্রেলিয়ান সরকারের কাছে ঘোষণা করছি যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী এবং পুঁজিবাদী স্বার্থের মুখোশ উন্মোচন করবো। আমরা প্রতিরোধ চালিয়েই যাব।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খরবে জানা গেছে, তাদের টানানো একটি ব্যানারে লেখা ছিল : ‘ফ্রম রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ (নদী থেকে সাগর, ফিলিস্তিনি হবে স্বাধীন)। এ স্লোগানটি দিয়ে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বোঝানো হয়।
আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘ছিনিয়ে নেয়া ভূমিতে কোনো শান্তি নয়, গণহত্যা চলছে ১৭৮৮ থেকে।’ উল্লেখ্য ওই বছরে অস্ট্রেলিয়াকে উপনিবেশে পরিণত করা হয়। এর মাধ্যমে আদিবাসী অস্ট্রেলিয়ান এবং ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘস্থায়ী সংহতির বিষয়টি প্রকাশ করা হয়।
জানা গেছে,পুলিশ ব্যানারেগুলো নিয়ে যাওয়ার আগেই বিক্ষোভকারীরা সেগুলো সরিয়ে ফেলে।
বিক্ষোভ আয়োজকরা জানায়, অন্তত ১০০ লোক একটি কারখানার বাইরে বিক্ষোভ করে। তারা বলছে, এই কারখানাটি হলো মেলবোর্নে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ শৃঙ্খলের অংশবিশেষ। গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য অস্ত্র নির্মাণে ভূমিকা রাখার বিরুদ্ধে বিক্ষোভকারীরা এই অবস্থান গ্রহণ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct