আপনজন ডেস্ক: এআইসিসি-র সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বৃহস্পতিবার বলেছেন, হরিয়ানা ও দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আপের মধ্যে জোটের খুব বেশি সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে। তবে ইন্ডিয়া জোট মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে একসঙ্গে নির্বাচনে লড়বে।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রমেশ বলেন, বিধানসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট কোনও কেন্দ্রীয় ফর্মুলা অনুসরণ করবে না। যে সব রাজ্যে কংগ্রেস নেতারা এবং অন্যান্য জোটসঙ্গীরা এই ধরনের সমঝোতায় রাজি হন, সেখানে জোট একসঙ্গে লড়াই করবে।
ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) একসঙ্গে বিধানসভা ভোটে লড়বে কিনা জানতে চাওয়া হলে রমেশ বলেন, জোট ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে তা করবে। তিনি আরও জানান, পাঞ্জাবে কোনও ইন্ডিয়া জোট নেই। হরিয়ানায় আমরা লোকসভা ভোটে আম আদমি পার্টিকে (আপ) একটি আসন দিয়েছিলাম, কিন্তু আমি মনে করি না যে বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট বহাল থাকবে।
উল্লেখ্য, দিল্লিতে আম আদমি পার্টি নিজেই জানিয়ে দিয়েছে, বিধানসভা ভোটে আর তারা ইন্ডিয়া জোটের অংশ থাকবে না। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হবে না। যদিও কংগ্রেস ও আপ দিল্লিতে লোকসভা ভোটে একসঙ্গে লড়লেও পঞ্জাবে পৃথকভাবে লড়েছিল।
রমেশ বলেন, পশ্চিমবঙ্গের প্রসঙ্গেও আমি বলেছিলাম যে ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনের জন্য, কিন্তু যে রাজ্যগুলিতে পরিস্থিতি এমন যে আমাদের রাজ্যের নেতারা ও আমাদের জোটের শরিক নেতারা চান, সেখানে জোট থাকবে। মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপির সঙ্গে জোট হবে। ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চের সঙ্গে আমাদের জোট রয়েছে। তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনের জন্য জোট করা হবে এমন কোনও ফর্মুলা নেই। এর ফলে এতদিন যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি দাবি করছিলেন, তৃণমূলের সঙ্গে জোট নয়, সেই দাবি মান্যতা পেল বলা যেতে পারে।
হরিয়ানা ও দিল্লিতে জোট হবে কিনা জানতে চাওয়া হলে রমেশ বলেন, দিল্লি ও হরিয়ানায় জোটের খুব বেশি সুযোগ আছে বলে মনে হয় না। চলতি বছরের শেষের দিকে ঝাড়খণ্ড, হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন এবং আগামী বছরের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct