আপনজন ডেস্ক: সদ্য লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ভাল সাফল্য পাওয়ার পর এবার শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীরাও ভাল অবসরকালীন ভাতা পাবেন। এর আগে রাজ্য সরকারের তরফে ঘোষণা অনুযায়ী শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীরা অবসরের সময় কেউ পেতেন দু’লক্ষ টাকা, কেউ তিন লক্ষ টাকা পেতেন। এ বার থেকে তা বৃদ্ধি করে এককালীন ভাতা মিলবে পাঁচ লক্ষ টাকা । বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করেছিল সরকার। পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। সেই তালিকায় এবার যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীরাও। এই মর্মে বৃহস্পতিবারই রাজ্যের শিক্ষা দফতর সরকারি বিজ্ঞপ্তিও জারি করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও জানান, শিক্ষা দফতরের অধীনে থাকা প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে ও এমএসকে-র কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। অবসরের বয়স কারও ৬০ বছর, কারও ৬৫ বছর। তাতে ভাতার অঙ্কের তফাৎ মিলবে না। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল থেকেই নয়া সুবিধা কার্যকর হবে। ১ এপ্রিল থেকে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন। সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এর সুবিধা পাবেন বলে শিক্ষামন্ত্রী দাবি করেন। উল্লেখ্য, এতদিন আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারেরা অবসরের সময়ে এই সুবিধা পাওয়ার ঘোষণা দিয়েছিল নবান্ন। এ বার রাজ্যের শিক্ষা দফতরের অধীনে থাকা চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষা কর্মীরাও এর আওতায় চলে এলেন। এর ফলে রাজ্য জুড়ে শিক্ষা দফতরের অধীনে থাকা বেশ কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপকৃত হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct