আজিম শেখ, নলহাটি, আপনজন: বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল বীরভূমের নলহাটি পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে র কল ট্যাঙ্কি পাড়ায়। স্থানীয়রা অভিযোগ করেন অবৈধ উপায়ে তাদের পাড়ায় অবস্থিত একমাত্র পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ কাজ চলছে। এ বিষয়ে এলাকাবাসীরা প্রশাসনকে লিখিত অভিযোগ করলেও কাজ বন্ধ হয়নি বলে দাবি করেন এলাকাবাসীরা গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ওই এলাকায় ৪৫ ৫৫ দাগের ৫১ শতকের পুকুরকে ভরাট করার কাজ চলছে অবৈধ উপায়ে।
তারা এ অভিযোগ করছেন প্রশাসনের মদদ ছাড়া এ কাজ চলতে পারেনা। নলহাটি বিএলআরও দপ্তরে এ বিষয়ে এক সপ্তাহ আগে লিখিত অভিযোগ জানালেও কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন?
প্রশ্ন যাচ্ছে সবার মনে। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ শুনবো বক্তব্য শুনবো পুকুর মালিকের ও মালিক পক্ষের বক্তব্য তারা পুকুর ভরাট করছেন না কিন্তু পুকুর সংস্কার করছেন। নলহাটি বিএলআরও কে আমাদের প্রতিনিধি ফোন করে জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগ আজ সকালে পেয়েছি ঘটনাস্থলে যাব তারপর বিস্তারিত জানাবো আপনাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct