সাইফুল লস্কর, বারুইপুর, আপনজন: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেট -এ দুর্নীতির প্রতিবাদে ও জাতীয় শিক্ষানীতি’২০ র বাতিলের দাবিতে ‘অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি’ ২৭ জুন-৩ জুলাই পর্যন্ত এক প্রতিবাদ সপ্তাহের ডাক দেয়। তারই অঙ্গ হিসেবে বুধবার “সারা বাংলা সেভ এডুকেশন কমিটির দঃ ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে বারুইপুর রেল সংলগ্ন তেমাথায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
ইতিমধ্যে এ রাজ্যের পাশাপাশি আসাম, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে এই সাতদিনে নানা প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয়েছে । সভায় ওই দুটি পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থা ন্যাশনাল টেস্টং এজেন্সি বাতিল, নতুন করে নিটপরীক্ষা নেওয়া, রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্র্যাস চালু, দুর্নীতি আড়াল করতে চাওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও সর্বোপরি ২০২০ র জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি জানানো হয় । শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যাপকদের উপস্থিতিতে প্রতিবাদ সভা বিশেষ গড়ুরুত্ব লাভ করে। বক্তারা ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’র প্রসঙ্গ তুলে শিক্ষার বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করে বলেন, শিক্ষার উপর এই আঘাতের ফলে মানুষ তৈরির সাধনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আরও প্রতিবাদ জানাতে প্রথ্যন্ত এলাকায় সভা করবে সেভ এডুকেশন কমিটি। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক ডক্টর মনোজ গুহ, অধ্যাপিকা সোমা রায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct