সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দখলমুক্ত করতে অস্থায়ী নির্মাণ সারানোর নির্দেশ দিয়েছেন। সে নিয়ে রাজ্যের বিভিন্ন পৌরসভার ন্যায় বীরভূম জেলার পৌরসভার পক্ষ থেকেও ফুটপাত দখল মুক্ত অভিযান শুরু করেন।
মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে সামনে রেখে এবার রাজনগর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রাজনগর বাজার এলাকায় রাস্তার দুই ধারে অবৈধ নির্মাণ এবং অস্থায়ী যেসব দোকানপাট রয়েছে, সেগুলির উদ্দেশ্যে দোকান মালিকদের সেখান থেকে যাতে দোকান সরিয়ে নেন, সেই নির্দেশ দিতেই রাজনগরে বুধবার প্রশাসনিক অভিযান চালানো হয়। সরজমিনে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত ও এএসআই ছবিলা খাতুন প্রমুখ।
রাজনগরে অবস্থানরত রাস্তার দুপাশের সমস্ত দোকান মালিকদের এদিন সতর্কবার্তা দেওয়া হয় যে, আগামীকালের মধ্যেই দোকানের সাজসরঞ্জাম সহ নানান জিনিসপত্র সরানো না হলে, প্রশাসনের পক্ষ থেকে সেগুলো ভেঙে ফেলা হবে বলে এদিন জানান দিয়ে গেলেন প্রশাসনিক কর্মকর্তারা।উল্লেখ্য এবিষয়ে ইতিপূর্বে রাজনগর পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাজার এলাকায় মাইকিং করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct