সেখ রিয়াজউদ্দিন, বীরভূম, আপনজন: লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এদিন লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিল সহযোগে পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হয়ে তাদের দাবি দাওয়া সম্বলিত শ্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।যদিও ডেপুটেশন ঘিরে লোকপুর থানার পক্ষ থেকে আগে ভাগেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে।ডেপুটেশনে দাবি সমূহের মধ্যে ছিল পানীয় জলের সুব্যবস্থা,এলাকার নর্দমা পরিষ্কার করা, ১০০ দিনের কাজ শুরু করা, পঞ্চদশ অর্থ কমিশনের কাজ ত্বরান্বিত করা, সঠিক সময়ে গ্রাম পঞ্চায়েত অফিস খোলা বা কাজ করা এবং কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, জনগণের সঠিক পরিষেবা প্রদান, স্বচ্ছ ভারত মিশনের তথ্য প্রকাশ করা, আবাস যোজনা, বার্ধক্য ভাতা প্রভৃতি। মিছিল ও ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস কোর কমিটির দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। ডেপুটেশন কর্মসূচি সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক দীপক শীল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct