অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ফুটপাথ দখলমুক্ত করতে যৌথভাবে অভিযান শুরু করল বালুরঘাট পুরসভা ও পুলিশ প্রশাসন। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের থানা মোড় থেকে শুরু হয় এই অভিযান। আগামী ১০ তারিখ পর্যন্ত এই অভিযান চলবে বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নবান্নের বৈঠকে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই নড়েচরে বসেছে প্রশাসন। সেই মতো বালুরঘাট শহরের ফুটপাত দখল মুক্ত করতে ও শহরের পার্কিং জোন ঘুরে দেখতে যৌথভাবে অভিযান শুরু করল বালুরঘাট পুরসভা ও পুলিশ প্রশাসন।
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুন কুমার তামাং সহ অন্যান্য পুলিশকর্মী।
উল্লেখ্য, বালুরঘাট শহরেও ফুটপাত দখল করে ব্যবসা করছেন অনেক ব্যাবসায়ী। পাশাপাশি শহরের মধ্যেও যত্রতত্র গাড়ি বা মোটরবাইক পার্কিং করতে দেখা যায়। যার ফলে এদিন অভিযানে নামে বালুরঘাট থানার পুলিশ ও বালুরঘাট পুরসভা। শহরের বিভিন্ন পার্কিং এলাকা ও ফুটপাত ঘুরে দেখা হয় তাদের তরফে।
এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, ‘বালুরঘাট পুরসভার তরফ থেকে সচেতনতামূলক প্রচার অভিযান নিয়মিত চলছে। কারা ফুটপাতের উপরে দোকান করছেন সেই বিষয়ে সার্ভে চলছে। যারা এরকম ফুটপাত দখল করে দোকান করছেন তাঁদেরকে বলা হয়েছে আগামী ১০ তারিখের মধ্যে তা ছেড়ে দিতে। নইলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct