চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: অবশেষে হুঁশ ফিরল মানুষের। পুলিস, প্রশাসন এবং অন্যান্য সামাজিক কাজের সাথে যুক্ত সংগঠন ও কিছু মানুষের সক্রিয় অংশগ্রহণ ও প্রচারের মধ্য দিয়ে মোবাইল চোর বা ছেলেধরা গুজব থেকে আপাতত মুক্তি পেয়েছে সমাজ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের ঢোষা এলাকায় এক মহিলাকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে বহু মানুষ।প্রশ্ন করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন ওই মহিলা। বোঝা যায় ওই মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।স্থানীয় যুবক অতনু সরদার ও নস্কর বিল্ডার্স এর মালিক দ্রুত ঐ মহিলাকে নজরে রেখে স্থানীয় জয়নগর থানা ও হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সাথে যোগাযোগ করেন । জানা যায় ঐ মহিলার নাম তাপসী ঘোষ । দুই মেয়ের বিয়ে দিয়ে স্বামী মনোজ ঘোষ কেরলে কোটেম এ রাজমিস্ত্রির কাজ করেছে। বৌ একাই থাকে বীরভূমের পাইকর থানার অন্তর্গত আমডোল গ্রামে। কেরলে মনোজ ঘোষ দুই বছর আগে জানতে পারেন তার বৌ বাড়ীতে নেই। দুই মেয়েরা ও তাদের জামাইরা অনেক খোঁজাখুঁজি করেও পাননি। তবে ঐ মহিলা তাঁর ঠিকানা বা নাম পরিচয় সঠিক বলতে পারেনি।ধোষা অঞ্চলের স্থানীয় মানুষই তাঁর খাবার ও দেখভাল করছেন। দ্রুতই মহিলার পরিবারকে পাওয়া গেছে ফলে এলাকার মানুষ খুবই খুশী।আর এরজন্য তাঁরা ধন্যবাদ দিয়েছে হ্যাম রেডিও ও জয়নগর থানার পুলিশকে।পরিবারের লোকেরা দ্রুত তাদের আপনজন কে নিতে আসছেন।বর্তমানে ছেলেধরা গুজবের মাঝেই স্থানীয় মানুষের চেষ্টায় হারিয়ে যাওয়া এক মহিলা ফিরে যাচ্ছে তাঁর দেশের বাড়িতে।এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন,জয়নগর এলাকার মানুষকে ধন্যবাদ জয়নগর থানা ও আমাদের সাথে যোগাযোগ করার জন্য।আমারা খুব শ্রীঘ্রই ওই মহিলাকে তাঁর পরিবারের হাতে তুলে দেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct