হাসান লস্কর, কুলতলি, আপনজন: গত মঙ্গলবার কুলতলির বাসিন্দা হরিপদ দাস পিতা সুন্দর দাস বয়স- ৩৫ তিনজন সঙ্গী সাথিদের নিয়ে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে সূয্যমনীর জঙ্গলে বাঘের আক্রমণে গুরুতর আহত হয়। প্রথমে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে পরিস্থিতি গুরুত্ব বুঝে কোলকাতার পিজি হাসপাতালের টমা কেয়ারে পাঠানো হয়।
বাড়িতে বাবা মা স্ত্রী ও এক ১০ বছরের সন্তানকে রেখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ২০২৪ এ এই ছয়মাস পূর্ণ হলো সাত মাসে পা রেখেছে। এরই মধ্যে বাঘের আক্রমনে আহত ও নিহতের সংখ্যা ৯ জন হয়ে গেল। এই মৃত্যু মিছিল বন্ধ করার জন্য সরকারি বনদপ্তর ও উদাসীন। সুন্দরবনের মৎস্যজীবীরাও উদ্বিগ্ন। অবিলম্বে মৎসজিবিদের অসুবিধা না করে এই মৃত্যু ও আক্রান্তের মিছিল বন্ধ করার দাবি জানালো মানবাধিকার সংগঠন এপিডিআর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct