আপনজন ডেস্ক: গাজা যুদ্ধে সম্পৃক্ত তিন দেশ ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চারটি জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদল হুতি। লোহিত সাগর, আরর সাগর, ভূমধ্যসাগর ও ভারত মহাসাগরে এসব হামলা হয়েছে। সোমবার (২ জুলাই) এসব হামলা চালানোর দাবি করেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি।
ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটির সামরিক বিভাগের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, প্রথম অভিযান চালানো হয়েছে আরব সাগরে। সেখানে ইসরায়েলি জাহাজ এমএসসি ইউনিফিককে টার্গেট করা হয়। ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জাহাজে হামলা করা হয় এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজে আঘাত হেনেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct