আপনজন ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনীর বাড়িঘর খালি করার নির্দেশের মুখে গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনিস ছেড়ে চলে যেতে হচ্ছে শুরু করেছে ফিলিস্তিনিদের। প্রত্যক্ষদর্শীরা রাতভর এবং সকালেও খান ইউনিসের আশপাশে একাধিক ইসরাইলি হামলার কথা জানিয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এবং এক চিকিৎসাকর্মী এসব হামলায় আটজন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই এলাকার ইউরোপীয়ান গাজা হাসপাতাল থেকে পালাচ্ছে রোগী ও চিকিৎসাকর্মীরা। রেড ক্রস রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরে সহায়তা করছে। আলজাজিরা আরও জানিয়েছে, হাসপাতালটিতে মাত্র তিনজন রোগী রয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক।
ইসরাইল অধিবাসী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নগরীর পশ্চিম দিকে সরে যেতে বলেছে। তবে অধিবাসী এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে কোথাও যাওয়ার নিরাপদ জায়গা নেই। খান ইউনিসের বেশিরভাগ এলাকাই এ বছরের শুরুর দিকে হামাসের বিরুদ্ধে ইসরাইলে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct