আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে এ পর্যন্ত ১২ জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের গাজা নীতির প্রতিবাদে ১২ জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছে, চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের হত্যা ও অনাহারে বাইডেন প্রশাসন জড়িত রয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমেরিকার কূটনৈতিক আশ্রয় এবং ইসরাইলকে ক্রমাগত অস্ত্র সরবরাহ গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের হত্যা এবং জোরপূর্বক অনাহারে রাখায় আমাদের অনস্বীকার্য জড়িত থাকাকে নিশ্চিত করে।
কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পদত্যাগের নজিরবিহীন ঢেউ এখনো গাজা সঙ্ক্রান্ত মার্কিন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। কারণ ব্যাপক বেসামরিক মৃত্যুর পরও ইসরাইলে মার্কিন তৈরি অস্ত্রের প্রবাহ অব্যাহত রয়েছে। এটি আমেরিকার বৈশ্বিক অবস্থানকে ক্ষতিগ্রস্থ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct