আপনজন ডেস্ক: আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) প্রধান তথা নাগিনার সাংসদ চন্দ্রশেখর আজাদ সংসদে বলেছেন, জাতি গণনার ফলে বঞ্চিত শ্রেণির মানুষের সামাজিক ন্যায়বিচার সুনিশ্চিত হবে। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে আজাদ বলেন, সামাজিক ন্যায়বিচার তখনই সম্ভব হবে যখন জাতিগত জনগণনা করা হবে এবং বঞ্চিত শ্রেণির জন্য তাদের সংখ্যার ভিত্তিতে সংরক্ষণ বাড়ানো হবে। চন্দ্রশেখর বলেন, রাষ্ট্রপতির ভাষণে বেসরকারি ক্ষেত্রে তফসিলি জাতি, উপজাতি ও ওবিসি শ্রেণিতে সংরক্ষণ নিয়ে কিছু বলা হয়নি। তিনি আরও বলেন, বিজেপির ‘সবকা সাথ-সবকা বিকাশ’ স্লোগানটি ফাঁপা, কারণ গত ১০ বছরে দলিত, আদিবাসী, মুসলিমসহ সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, যা আর গোপন নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct