আপনজন ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বুধবার রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন। চম্পাই সোরেনের ইস্তফার পর হেমন্ত সোরেন সরকার গঠনের দাবি তোলেন।
রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর চম্পাই সোরেন বলেন, শাসক জোট হেমন্ত সোরেনকে নেতা হিসেবে বেছে নিয়েছে।
চম্পাই সোরেন সাংবাদিকদের বলেন, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম। কিছুদিন আগে আমাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, রাজ্যের দায়িত্ব পেয়েছি। হেমন্ত সোরেন ফিরে আসার পর আমাদের জোট এই সিদ্ধান্ত নেয় এবং আমরা হেমন্ত সোরেনকে নেতা হিসেবে বেছে নিই। উল্লেখ্য, জমি কেলেঙ্কারি ও আর্থিক তছরুপের অভিযোগে জানুয়ারিতে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
তদন্তে ‘ভুয়া বিক্রেতা ও ক্রেতাদের’ বিপুল পরিমাণ জমি অধিগ্রহণের জন্য সরকারি নথি জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের কথা বলা হয়েছে। সেই মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে প্রায় পাঁচ মাস জামিন পাওয়ার পর গত ২৮ জুন বিরসা মুন্ডা জেল থেকে মুক্তি পান হেমন্ত সোরেন। ৩১ জানুয়ারি গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।
জামিনে মুক্তি পাওয়ার পর শনিবার হেমন্ত সোরেন বলেন, রাজ্য সাহসী মানুষের দেশ এবং কাউকে ভয় পাওয়ার দরকার নেই।
ঝাড়খণ্ডে নেতৃত্ব বদল নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, ঝাড়খণ্ডে চম্পাই সোরেন যুগ শেষ। পরিবারকেন্দ্রিক দলে পরিবারের বাইরের মানুষের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আমি চাই মুখ্যমন্ত্রী বীরসা মুন্ডার অনুপ্রেরণা নিয়ে দুর্নীতিগ্রস্ত হেমন্ত সোরেনজির বিরুদ্ধে রুখে দাঁড়ান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct