সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: দৈনন্দিন জীবনে মানুষের কাছে মোবাইল এক অপরিহার্য। বর্তমানে মোবাইল ছাড়া মানুষ অকেজো। মোবাইলে সুখদুঃখ, ভাবভালোবাসা ইত্যাদি মিলেমিশে একাকার। এতকিছুর ক্ষেত্রে যখন মোবাইলের গুরুত্ব বেড়ে চলেছে সুযোগ বুঝে কোম্পানিগুলিও কোপ মারতে শুরু করেছে।
সেরূপ মোবাইল কোম্পানিগুলির মাত্রাতিরিক্ত রিচার্জ ও ডেটা রিচার্জ এর বিরুদ্ধে মঙ্গলবার এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির যুব সংগঠন এআইডিওয়াইও র ডাকে মুরারই রেলগেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেইসাথে মোবাইল রিচার্জ ও ডেটা চার্জের মূল্যবৃদ্ধির প্রতিলিপি পোড়ানো হয়।
এদিনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সেমিম আখতার ও সভাপতি হেমন্ত রবিদাস প্রমুখ নেতৃত্ব।
নেতৃত্বের বক্তব্য যে,আপনারা সকলেই জানেন মোবাইল ফোন এখন প্রতিটি মানুষের কাছে অপরিহার্য বিষয়। এটার দাম বৃদ্ধির ফলে বেকার যুবক সহ সর্বস্তরের সাধারণ মানুষজন নানান সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে। তাই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবিলম্বে মোবাইল রিচার্জ সহ ডেটা রিচার্জের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct