আপনজন ডেস্ক: গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পরই ভারত জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে যেতে চেয়েছিলেন রাহুল দ্রাবিড়। তবে অধিনায়ক রোহিত শর্মার কল পেয়ে সে সিদ্ধান্ত বদলে চুক্তি নবায়ন করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিতকে তাই আলাদা করে ওই ফোনকলের জন্য ধন্যবাদও জানিয়েছেন ভারতের সদ্য বিদায়ী প্রধান কোচ।
ওয়ানডে বিশ্বকাপ দিয়ে দ্রাবিড়ের সঙ্গে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুই বছরের প্রাথমিক চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। দেশের মাটিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আর চুক্তি নবায়ন করতে চাননি দ্রাবিড়। তবে তিনি নিজের সে মনোভাব বদলান রোহিতের কল পাওয়ার পর। ব্রিজটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দলের উদ্দেশে দেওয়া বক্তব্যে দ্রাবিড় নিজেই জানিয়েছেন এমন।
বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে দ্রাবিড়কে রোহিতের উদ্দেশে বলতে শোনা যায়, ‘রো (রোহিত), নভেম্বরে আমাকে ওই কল করার জন্য এবং চালিয়ে যেতে বলার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের ও সৌভাগ্যের ছিল। কিন্তু রো, এ সময়ের জন্য ধন্যবাদ। অনেক সময় আমাদের কথা বলতে হয়েছে, আলোচনা করতে হয়েছে, একমত পোষণ করতে হয়েছে, মাঝেমধ্যে দ্বিমতও হয়েছে। তবে তোমাকে অনেক ধন্যবাদ।’
জাতীয় দলের দায়িত্ব পালনের সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০২৩ সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপেও ভারত দলকে ফাইনালে তোলেন দ্রাবিড়। দুটি ফাইনাল হারার পর অবশেষে শিরোপা জেতার পর দ্রাবিড় বলেছেন, ‘আমি সাধারণত ভাষা হারিয়ে ফেলি না। কিন্তু আজকের মতো দিনে, এমন কিছুর অংশ হতে পেরে আসলে আমার কৃতজ্ঞতার শেষ নেই—আমাকে, আমার কোচিং ও সাপোর্ট স্টাফকে সবাই যে সম্মান দেখিয়েছে, সদ্ভাব দেখিয়েছে, যে প্রচেষ্টা দেখিয়েছে।’
শিরোপা জয়ের উপলক্ষ উপভোগ করার পরামর্শও দেন দ্রাবিড়, ‘সবাই এ মুহূর্তকে মনে রাখবে। আমরা সব সময় বলি, রান করা বা উইকেট পাওয়াটা ব্যাপার নয়। তোমরা নিজেদের ক্যারিয়ার মনে রাখবে না, কিন্তু এমন মুহূর্তগুলো মনে রাখবে। ফলে চলো সত্যিকার অর্থেই এটি উপভোগ করি।’
এবার শিরোপা জিতলেও দ্রাবিড় যে আর কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না, সেটি জানিয়ে দিয়েছেন আগেই। ভবিষ্যৎ কোচ হিসেবে দুজনের সংক্ষিপ্ত তালিকাও করে ফেলেছে বিসিসিআই। দ্রাবিড়ের উত্তরসূরি হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন সাবেক ওপেনার ও কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct