আপনজন ডেস্ক: গুরুতর অনিয়মের অভিযোগে ৫৪ উমরাহ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এরমধ্যে আরব ও ইসলামিক দেশের ১৯টি প্রতিষ্ঠান রয়েছে।
মঙ্গলবার (২ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।
গত মাসে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে এসে অনেক হজযাত্রী মারা যান। এদের মধ্যে অনেকে সৌদি আরবে ভ্রমণ ভিসায় এসে হজ পালন করেন। আর এসব হজযাত্রীদের নিয়ম ভঙ্গে সহযোগিতা করে অনেক ট্রাভেল এজেন্সি। যার ফলে এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আল ওয়াটন জানিয়েছে, অনেক কোম্পানি সৌদি আরবের নিরাপত্তা এজেন্সির সঙ্গে মিলে নীতি ভঙ্গ করেছে।
অসমর্থিত সূত্রের বরাদ দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এসব প্রতিষ্ঠানের অনেকে মানবপাচারের সঙ্গেও জড়িত। আবার অনেক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নেই। ফলে তারা অবৈধভাবে অনেককে উমরাহ ভিসা দিয়েছে।
সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাতাহ মাসাত সম্প্রতি উমরাহ বিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে নতুন উমরাহ মৌসুম নিয়ে আলোচনা করেছেন। গত মাসে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ১৮ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করেন। এরপর থেকেই উমরাহ পালনের মৌসুম শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct