আপনজন ডেস্ক: রাজ্যে একের পর এক গণপিটুনি ঘটে চলায় উদ্বিগ্ন নবান্ন। অবশেষে গণপিটুনিতে প্রাণহারাদের জন্য চাকরি ও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল রাজ্য সরকার। মৃতের পরিবারের এক সদস্যকে হোমগার্ডের চাকরি ও ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি মনোজ ভার্মা এ কথা জানান।
মঙ্গলবার নবান্নে পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক গণপিটুনির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পুলিশকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেন। থানাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জনসচেতনতার উপরও জোর দিয়েছেন। তার জন্য পুলিশকে সচেতনতার প্রচার চালানোরও নির্দেশ দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct