সেখ আবদুল আজিম, ফুরফুরা, আপনজন: হুগলির জাঙ্গীপাড়ার রাধানগরের বাসিন্দা সাংবাদিক সেখ আরিফুল ইসলাম বাদশার বিবাহের অনুষ্ঠানে অভিনব কর্মসূচি দেখা গেল। অনুষ্ঠানে শুরুতে উপস্থিত ভাঙড় বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকীর হাতে গাছের চারা তুলে দেন সবুজ সৈনিক মাবুদ আলি ও আরিফুল ইসলাম। বিশ্ব উষ্ণায়ন রোধে গাছ লাগান পরিবেশ বাঁচান এই বার্তা দেওয়ার লক্ষ্যেই অনুষ্ঠানে আগত সমস্ত অতিথিদের মাঝে বিভিন্ন গাছের চারা বিলি করা হয়।
বিবাহের ওলিমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাব সিদ্দিকী, পীরজাদা সাহিম সিদ্দিকী, পীরজাদা তামিম সিদ্দিকী, পীরজাদা সাফেরী সিদ্দিকী, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা এসহক সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সম্পা সাহা, জাঙ্গীপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সদন ঘোষ, হুগলী জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, জাঙ্গীপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী, পিউ শিকারী। আরও উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী হাজী শেখ সেলিম, নাবাবীয়া মিশনের সাধারণ সম্পাদক সেখ সাহিদ আকবর, সৈয়দ আফতাব উদ্দিন সৈয়দ নাজিমুদ্দিন, সৈয়দ মাহতাব হোসাইন, সৈয়দ হামমাদ হোসাইন ফুরফুরা সিনিয়র মাদ্রাসার সুপার আবু তালহা সিদ্দিকী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct