এম মেহেদী সানি, নিউটাউন, আপনজন: রাজারহাট নিউটাউন এর বিধায়ক তাপস চ্যাটার্জির তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরেই চলছে আই ক্লিনিক ৷ সোমবার জাতীয় চিকিৎসক দিবসে নতুন সংযোজন হলো এমএলএ দাতব্য চিকিৎসালয়ের ৷ আগে যেমন অসহায় দুঃস্থ সাধারণ মানুষেরা চক্ষু রোগের চিকিৎসা করাতে পারতেন তাপস বাবুর উদ্যোগে চলা ওই আই ক্লিনিক থেকে, পাশাপাশি এবার সম্পূর্ণ ফ্রিতে এমএলএ দাতব্য চিকিৎসালয়ের এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের কাছে সমস্ত রোগের চিকিৎসা করাতে পারবেন এলাকাবাসী ৷ বিধায়কের পৃষ্ঠপোষকতায় লালকুঠি-পার্থনগরী নেতাজি সংঘের আয়োজনে এমএলএ দাতব্য চিকিৎসালয়ের সূচনা হলো এ দিন ৷ বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগকে সাধুবাদে জানিয়ে এমএলএ দাতব্য চিকিৎসালয়ের সূচনা করেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ৷
উপস্থিত ছিলেন, ব্রহ্মচারী মুরালভাই মহারাজ সহ রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রের স্বনামধন্য বৈশিষ্টজনেরা ৷ জাতীয় চিকিৎসক দিবসে এমএলএ দাতব্য চিকিৎসালয়ের সূচনার পাশাপাশি বিধায়ক তাপস চ্যাটার্জির পক্ষ থেকে এদিন নিরন্ন মানুষের অন্নদান কর্মসূচী ‘অন্নসত্র’ আয়োজন করা হয় ৷ মূল উদ্যোক্তা বিধায়ক তাপস চ্যাটার্জি জানান, ‘দু’জন হোমিওপ্যাথি ডাক্তার সহ মোট ১০ জন ডাক্তার নিয়ে এমএলএ দাতব্য চিকিৎসালয়ের সূচনা হলো ৷’ উল্লেখ্য বিধায়ক তাপস চ্যাটার্জি সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কর্মসূচি গ্রহণের জন্য ইতিমধ্যেই এলাকার মানুষের কাছে প্রশংসার পাত্র হয়ে উঠেছেন ৷ তাপস চ্যাটার্জির দরিদ্র অসহায়দের জন্য ফ্রি স্কুলের ব্যবস্থা, মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা, রক্তদান শিবির, ফ্রি চিকিৎসা, সামাজিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সেবার পাশাপাশি এবার যুক্ত হল ‘এমএলএ দাতব্য চিকিৎসালয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct