অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) হিসেবে কর্মস্থলে যোগ দিলেন নগেন্দ্রনাথ রায়। প্রাক্তন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারী মোহন মন্ডল এর জায়গায় স্থলাভিষেক হল তাঁর। দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার অন্তর্গত বুনিয়াদপুরে অবস্থিত নিজের দপ্তরে এদিন তিনি যোগদান করেন। এদিন তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সহকারি বিদ্যালয় পরিদর্শক আব্দুল মঈন, যতিন্দ্রনাথ বর্মন, রানা দাস, সাব-ইন্সপেক্টর অফ স্কুলস (মাধ্যমিক) জ্যোতির্ময় সিনহা সহ অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে থাকা অন্যান্য কর্মীরা। অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এর হাতে ফুলের তোর তুলে দিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন সকলে।
জানা গিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তদানীন্তন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারি মোহন মন্ডল বদলি হয়ে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এর পদটি খালি ছিল। কখন প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ এবং বর্তমান জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) নিতাই চন্দ্র দাস এই দায়িত্ব সামলেছেন। বালুরঘাট মহকুমার অন্তর্ভুক্ত সমস্ত বিদ্যালয় গুলির দায়িত্ব সামলে তাঁরা বারতি দায়িত্ব হিসেবে গঙ্গারামপুর মহকুমার অন্তর্ভুক্ত সমস্ত বিদ্যালয় গুলির দায়িত্ব সামলেছেন। অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এর দপ্তর সূএে জানাগিয়েছে, গঙ্গারামপুর মহকুমায় জুনিয়র হাইস্কুল, মাদ্রাসা এবং হাইস্কুল রয়েছে প্রায় ১৭১টি। ফলে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এর পদটি খালি থাকায় বেশ সমস্যায় পড়তে হত শিক্ষক-শিক্ষিকা দের । কারন একটি বিদ্যালয় পরিদর্শককে গোটা জেলার দায়িত্ব শামলাতে হত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct