তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: একদিকে চলছে রাস্তা মেরামতের কাজ অপরদিকে হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং নব নির্মিত জাতীয় সড়কে চাঁচলের নলকুটিয়ার কাছে জাতীয় সড়কের তলার মাটি সরে পুকুরে পড়েছে।দেখা দিয়েছে বড় ধরনের গর্ত।
এতে গাড়ির চাকা বসে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা বলে আশঙ্কা করছেন যানবাহন চালক থেকে শুরু করে পথচারীরা।এক মাস ধরে মরণফাঁদ হয়ে আছে এই গর্ত।মেরামত করার কোনো
উদ্যোগ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। ক্ষোভ এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এটি ১০ ফুট লম্বা ও ১০ ফুট গর্ত হবে।জাতীয় সড়কের তলার মাটি সরে গিয়ে পাশের পুকুরে পড়েছে। এমনকি সড়কে দেখা দিয়েছে ফাটল।গর্তের দুই দিকে বড় বড় জঙ্গল থাকার কারণে নজরে আসছে না এই মরণফাঁদ। যে কোন সময় গাড়ির চাকা বসে হুড়মুড়িয়ে পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দা,আমির আলি ও মহম্মদ রফিকরা বলেন,মাস তিনেক আগে কনুয়া এলাকায় জাতীয় সড়কে ধস দেখা দিয়েছিল। সেটা মেরামত করে দিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।আবার নতুন করে নলকুটিয়া এলাকায় গর্ত দেখা দিয়েছে।শিঘ্রই মেরামত না করলে রাতের অন্ধকারে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
গাড়ি চালক আসগর আলি ও মঞ্জুর আলিরা বলেন,এই জাতীয় সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। স্কুল,কলেজ,হাসপাতাল,থানা,ব্যাঙ্ক,পোষ্ট অফিস ও আদালত সহ বিভিন্ন দপ্তরে হাজার হাজার মানুষ দৈনিক যাতায়াত করে।এই গর্তে যানবাহনের চাকা বসে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা। এমনকি জাতীয় সড়ক ভেঙ্গে পুকুরে পড়ে যেতে পারে যাত্রী বোঝাই গাড়ি। মালদহের জাতীয় সড়ক ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার দিগন্ত কুন্ডু বলেন,বিষয়টি আমাদের জানা ছিল না।তবে শিঘ্রই মেরামত করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct