আসিফ রনি, নবগ্রাম, আপনজন: আবারো দেখা মিলল গ্রাম বাংলার সেই পুকুর সেচে জল কাদায় মাছ ধরার চিরাচরিত চিত্র। হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার মাছ ধরার উৎসব। আগে খাল-বিল, পুকুর-ডোবা আর খেত শুকিয়ে গেলে গ্রামের মানুষ দল বেঁধে থালা-বাটি নিয়ে মাছ ধরার জন্য নেমে যেত। আবার পুকুর সেচে মাছ ধরার চিত্র দেখা যেত। এ সময় আনন্দ উল্লাসে গ্রামের মানুষ ডোবা, নালা, খাল-বিলের শূন্য পানিতে কাঁদার ভেতরে হাত ঢুকিয়ে তুলে আনত একের পর এক মাছ। তবে গ্রামবাংলায় কোথাও কোথাও এখনো সে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে। আবারো এমনই এক দৃশ্য দেখা গেল বহরমপুরের নিয়াল্লিশপাড়া এলাকায়। পুকুরের সেচে ফেলে মাছ ধরার সে চিরাচরিত দৃশ্য যেন মনে করিয়ে দিল আগের দিনের সেই দৃশ্য। সকাল সকাল পুকুরের জল তুলে ফেলে কাঁদা থেকে মাছ ধরতে দেখা গেল ছোট থেকে বড় সকলকেই। তারা জানান মূলত কাদা থেকে চ্যাং ,ছিমরি,কই,সোল ইত্যাদি মাছ পাওয়া যাচ্ছে।
গ্রাম বাংলার সেই মাছ ধরার চিরাচরিত দৃশ্য হারিয়ে গেলেও কিছু মানুষ সেই পরম্পরাকে আজও বাঁচিয়ে রেখেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct