নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের উদ্যোগে রবিবার ভার্চুয়াল সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এদিনের থিম্ জেলা ছিল ‘কলকাতা’। ট্রাস্টের কলকাতা জেলা শাখার উদ্যোগে সন্ধ্যা আটটায় ওয়েবিনার শুরু হয়। কলকাতা জেলা শাখার পক্ষ থেকে এই আড্ডার মূল দায়িত্ব ছিল কলকাতা জেলাশাখার সম্পাদিকা সাবিনা সৈয়দ এর উপর। এই আড্ডার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিলেন ইতিহাসবিদ্ খাজিম আহমেদ।
অনুষ্ঠানের সভামুখ্য ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এবং নজরুলের কবিতা-গানের ইংরেজি অনুবাদক গিয়াসুদ্দিন দালাল। সভার কার্যকরি সভাপতি ছিলেন বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক রমজান আলী। এই দুই সভাপতির অনুমতি নিয়ে সঞ্চালিকা সাবিনা সৈয়দ অনুষ্ঠানের প্রারম্ভে রবীন্দ্রনাথের ‘অন্তরমম বিকশিত করো’ কবিতাটি আবৃত্তি করেন। সভামূখ্য গিয়াসুদ্দিন দালালের প্রারম্ভিক বক্তব্য দিয়ে আড্ডার সূচনা হয়।
প্রথম পর্বের প্রধান বক্তা জনাব খাজিম আহমেদ অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সঙ্গে ‘কলকাতার ঐত্যিহাসিক প্রেক্ষাপট’ নিয়ে তাঁর গবেষণামুলক আলোচনা করেন। তিনি ১৬৯০ সালের আগের প্রেক্ষাপট থেকে আলোচনা শুরু করেন। আলোচনায় উঠে আসে নানান বিস্ময়কর তথ্য। তাঁর বক্তব্যে জানা যায় যে ১৬৯০ সালের আগেই কলকাতার প্রতিষ্ঠা হয়েছিল মূলতঃ মুসলমান সম্প্রদায়ের হাত ধরে। তাঁর মনোগ্রাহী উপস্থাপনার মাধ্যমে তিনি খুব সহজেই সকল শ্রোতাদের মনজয় করে ফেলেন। পরবর্তী বক্তা “নতুন গতি” র সম্পাদক এমদাদুল হক্ নূর ‘স্বাধীনতাত্তোর কলকাতা জেলার উল্লেখযোগ্য পত্রপত্রিকা বিষয়ে আলোকপাত’ করেন। ট্রাস্টের রাজ্য কমিটির সভাপতি রমজান আলী ও সম্পাদক রুহুল আমিন এই দুই বক্তার মূল্যবান বক্তব্য গ্রন্থাকারে প্রকাশের প্রতিশ্রুতি দেন।
সভার দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ষাটজন সদস্য এই আড্ডায় অংশ নিয়েছিলেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সাইফুল্লা শামীম, ট্রাস্টের রাজ্য কমিটি ও কলকাতাসহ অন্যান্য জেলাকমিটিগুলির সদস্যদের উজ্জ্বল উপস্থিতি আড্ডাকে আরও বেশি মুখরিত করে তুলেছিল।বিশিষ্ট অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন যাদবপুরের “সংযোগ-সম্প্রীতি” এর কর্ণধার সুবিমল দাস, জয়ন্তী দাস, অরুণকান্তি বালা, দোলন গঙ্গোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের শেষে রাজ্যকমিটির সম্পাদক রুহুল আমিন ট্রাস্টের সাংগঠনিক দিক ও এর লক্ষ্যকে তুলে ধরেন। পরিশেষে কার্যকরী সভাপতি জনাব রমজান আলী তাঁর সমাপ্তি ভাষণে বলেন, এই ধরণের আড্ডা যাতে আরও বেশি করে করা যায় তারজন্য কমিটি সচেষ্ট থাকবে। সঞ্চালিকা সাবিনা সৈয়দ অত্যন্ত দক্ষতার সঙ্গে, আকর্ষণীয় ও টানটান্ ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করে পুরোটা সময় আড্ডাকে নির্দিষ্ট লেভেল ধরে রেখে সফল ও সার্থক করে তুলেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct