এম মেহেদী সানি, বাগদা, আপনজন: ১০ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের ১২ টি বেহাল সেতু পরিদর্শনে যান উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী । এ সময় তিনি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন । জেলা সভাধিপতিকে সামনে পেয়ে ক্ষোভ উপরে দেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি, ভোট আসে ভোট যায় সমস্ত রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দেন সেতু সমস্যা সমাধানের জন্য, ভোট মিটলেও প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায়, সমস্যায় ভোগেন বাগদা এলাকার বিপুল সংখ্যক মানুষ ৷ তবে সোমবার সেতু পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন নারায়ণ গোস্বামী ৷ পাশাপাশি আক্ষেপের সুরে নারায়নকে বলতে শোনা যায় ‘উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সমর্থনের বেলায় আপনি মমতা ব্যানার্জির সঙ্গে নেই এটা তো খারাপ ৷’
এ দিন বাগদার দেয়াড়া বালির মাঠ এলাকায় একটি বাঁশের সেতু পরিদর্শনে গেলে গ্রামের মহিলারা বাশের সাঁকো পারাপারের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন নারায়ণ গোস্বামীর কাছে । পাশাপাশি সিন্দ্রানী এলাকায় রাঘবপুরে অপর একটি বাঁশের সেতু পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় নারায়ণকে । স্থানীয়দের অভাব অভিযোগ সমস্যার কথা জেনে নারায়ণ গোস্বামী সাধারণ মানুষের কে প্রতিশ্রুতি দেন তিনি যখন এসেছেন অবশ্যই ব্রিজ হবে । উল্লেখ্য পরপর বেশ কয়েকটি নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকছে ভারতীয় জনতা পার্টি ৷
এবার বিশ্বজিৎ দাসের দল পরিবর্তনের কারণে বাগদা বিধানসভা কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে, এই নির্বাচনে বিধানসভাটি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct