উম্মার সেখ, বহরমপুর, আপনজন: প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কী নতুন লোক ? জল্পনা রাজনৈতিক মহলে । আর এই জল্পনায় ইন্ধন দিলেন খোদ অধীর চৌধুরী। জল্পনা শুরু সোমবার বহরমপুর জেলা কংগ্রেস ভবনে অধীর চৌধুরীর সাংবাদিক সম্মেলনের মন্তব্য ঘিরে। এবার কি তবে সত্যিই প্রদেশ কংগ্রেস সভাপতির মুখ হিসাবে অধীরকে বদলাতে চলেছে দিল্লি। লোকসভা ভোটে অধীর চৌধুরীর হারের পর থেকেই এই বদলের জল্পনা শুরু হয়। গুঞ্জন ছড়িয়েছিল, বেশ কয়েকদিন আগেই নাকি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন অধীর। যদিও প্রদেশ কংগ্রেসের তরফে এই জল্পনা ভিত্তিহীন বলেই দাবি করা হয়। এরইমধ্যে নতুন করে আবারও চর্চা শুরু। শোনা যাচ্ছে, প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার দিল্লিতে তলব করা হয়েছে বঙ্গের নেতাদের।যদিও এ বিষয়ে আজ সোমবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন সভাপতি কোনো স্থায়ী পদ নয়, কেউ ৯৯ বছরের লিজ দেয়নি, আমি কোনো পদের জন্য লালায়িত নই, পদের জন্য আমি কোনোদিন লালায়িত ছিলাম না, আগামী দিনেও থাকবো না বলে সাফ জানিয়ে দেন।
এছাড়াও পশ্চিমবঙ্গে একাধিক গণপ্রহার এবং তাতে মৃত্যু এছাড়াও নারী নির্যাতন প্রসঙ্গে তৃণমূল সরকারকে তোপ দাগেন অধীর চৌধুরী। সূত্রের খবর, চলতি মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই বাংলা নিয়ে দিল্লিতে একটি বিশেষ বৈঠক ডাকা হচ্ছে কংগ্রেসের তরফে। এই বৈঠকে পশ্চিমবঙ্গের প্রদেশ নেতৃত্বের তরফে কমপক্ষে ২৫ জনকে ডাকা হবে বলেও সূত্রের দাবি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct