আপনজন ডেস্ক: গত ২২ জুন গুজরাতের আনন্দ জেলার চিখোদারা গ্রামে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালে সালমান বোহরা নামে ২৩ বছর বয়সি এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। রাত সাড়ে এগারোটা নাগাদ ক্রিকেট ম্যাচ দেখতে আসা একদল লোক সালমানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লে দলটি হিংস্র হয়ে ওঠে এবং সালমানকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ।
সালমান ছাড়াও আরও দুই মুসলিম আহত হয়েছেন, তাদের একজনের প্রায় ১৭টি সেলাই এবং অন্যজনের প্রায় ৭টি সেলাই দেওয়া হয়েছে।
দ্য কুইন্ট-এর রিপোর্ট অনুসারে, স্থানীয়রা বলেছেন যে ম্যাচের আগে থেকেই উত্তেজনা শুরু হয়েছিল কারণ টুর্নামেন্টে অংশ নেওয়া একটি দলে বেশিরভাগ খেলোয়াড় মুসলিম ছিল এবং তারা “ভাল খেলছিল” যা “হিন্দুত্বপন্থী” স্থানীয়দের একটি অংশকে বিরক্ত করে তোলে। খবরে বলা হয়েছে, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজকরা এর কারণে সাম্প্রদায়িক সংঘর্ষের বিষয়ে সতর্ক করেছিল এবং অনেক মুসলিম খেলোয়াড় ম্যাচে অংশ নেওয়া নিয়ে ভয় প্রকাশ করেছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct