এম মেহেদী সানি, বারাসত, আপনজন: উত্তরপ্রদেশ পুলিশের এটিএসের হাতে ধৃত পশ্চিমবঙ্গের বিজেপি যুব নেতা। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বাগদায় অভিযান চালায় অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা সন্ত্রাস দমন শাখা। জঙ্গিযোগে বাগদার যুব বিজেপির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে তাঁরা। তিনদিনের ট্রানজিট রিমান্ডে তাকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিক্রম রায়। পেশায় টোটো চালক। তার বিরুদ্ধে বেশ কিছু ধারায় অভিযোগ দায়ের হয়েছে। সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও রয়েছে। তাছাড়াও নাশকতামূলক কার্যকলাপেও সঙ্গেও জড়িত বিক্রম। জানা গিয়েছে বাগদার আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের গাঙুলিয়া গ্রামে বাড়ি বিক্রম রায়ের। সে বিজেপির বাগদা ২ নম্বর মন্ডলের যুব সাধারণ সম্পাদক ৷ বাগদা পুলিশের সহযোগিতায় সোমবার বিকেলে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড গাঙুলিয়া থেকে বিজেপির এই যুব নেতাকে গ্রেপ্তার করা হয়। সূত্রে খবর ধৃত বিক্রমের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৮, ৪৭০, ৪৭১ ধারা এবং ১৪ ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তারি প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এরা প্রচুর রোহিঙ্গাদের দেশে ঢুকিয়ে আধার কার্ড, ভোটার কার্ড করে দিয়েছে। দেশবিরোধী কাজ করছে। আর এদেরই দলের দায়িত্বপূর্ণে পদে বসাচ্ছে বিজেপি। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বিক্রম গরিব ঘরের ছেলে। টোটো চালায়। কোনও যাত্রী হয়তো ধরা পড়েছে। তার সঙ্গে ওর ফোনে কথা হয়েছিল। সেই সূত্রেই ওকে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বিনা দোষে কোনও গরিব ঘরের ছেলেকে গ্রেপ্তার করা যাবে না। তবে যদি দোষ প্রমাণিত হয়, তবে আইন আইনের পথে চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct