আপনজন ডেস্ক: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোমবার ২০২৩ সালের ডিসেম্বরে শেষ লোকসভা অধিবেশন থেকে তাকে বহিষ্কার করার জন্য কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির তীব্র সমালোচনা করে বলেছেন, তার কণ্ঠরোধ করার জন্য বিজেপিকে চড়া মূল্য দিতে হয়েছে। যার ফলে ৬৩ জন বিজেপি সাংসদ পরাজিত হয়েছেন। সংসদের যৌথ অধিবেশনে মহুয়া মৈত্র বলেন, ‘বিজেপির রাজতন্ত্র এদেশের লোকতন্ত্র কমিয়ে দিয়েছে। এই সরকার স্থিতিশীল সরকার নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারের সময় একবার ‘মুসলিম’, ‘মাদ্রাসা’, ‘মাটন’, ‘মাছলি’ এবং ‘মুজরা’ উল্লেখ করলেও ‘মণিপুর’ উল্লেখ করেননি। মহুয়া বলেন, বিজেপি নারীশক্তিকে ভয় পাচ্ছে। এবার ৭৪ জন মহিলা সাংসদ। ২৪০জন বিজেপি সাংসদের মধ্যে ৩০ জন মহিলা। যদিও তৃণমূলে ৩৮ শতাংশ মহিলা সাংসদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct