নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতা পার্ক সার্কাসের হুমায়ুন কবির ইনস্টিটিউট হলে পিস তথা প্রগ্রেসিভ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ইমপাওয়ারমেন্ট আয়োজিত সাংগঠনিক সভা ও ওবিসি বাতিলের বিরুদ্ধে সোচ্চার হয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তথা বঙ্গবাসী কলেজের অধ্যাপক ড. আব্দুল হাদি, সম্পাদক ওমর ফারুক, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মেহেদী হাসান, আলিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ড. মোখলেছুর রহমান, মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার এম মোল্লা, হাসিবুর রহমান শিক্ষিকা রেহেনা খাতুন প্রমুখ।
এদিন স্বাগত বক্তব্য রাখেন ড. মেহেদী হাসান। তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, কুরআনের উদধৃতি দিয়ে বলেন ঐক্যবদ্ধ হতে বলেন, জাতীয় স্বার্থে নিজেদের ইগো পরিত্যাগ করে মিল্লাতকে এগিয়ে নিয়ে যেতে আহবান করেন। সম্পাদক ওমর ফারুক বলেন, ওবিসি বাতিলের বিরুদ্ধে আগামী ১৩ই জুলাই কলকাতা রামলীলা ময়দানের জমায়েত হয়ে বেশকয়েকটি সংগঠন একত্রিত হয়ে ঐতিহাসিক মিছিল করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে সেখানে সকলের উপস্থিতি কামনা করেন আর সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে আরো সক্রিয় হতে বলেন। সিরাত-এর রাজ্য সম্পাদক সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।সভাপতি ড. আব্দুল হাদি বলেন সংগঠনের ফান্ড মজবুত করতে হবে তবেই আমরা বৃহত্তর জাতীয় স্বার্থে ইস্যু ভিত্তিক কাজ করতে পারবো। ওবিসি বাতিলের বিরুদ্ধে লড়তে ইতিমধ্যে আইনিভাবে লড়ার জন্য ময়দানে নেমে পড়েছি দরকার অর্থের। আপনারা পাশে থাকবেন এই আহবান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct