অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসন থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ। ঘরের দরজা ভেঙে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। রবিবার বালুরঘাট সদর হাসপাতালের মর্গে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বালুরঘাট থানার পুলিশের তরফে।
জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম কল্পনা রানী শীল (৪৭)। বাড়ি কোচবিহার জেলার কামাখ্যাগুড়ি এলাকায়। তাঁর ছেলে শোভন লাল শীল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মী।আগে শোভন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসনে একাই থাকতেন। কয়েক মাস আগে তাঁর মা কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসনে তাঁর সাথে থাকতে শুরু করেন। শনিবার গভীর রাতে সেই আবাসন থেকেই তাঁর মায়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই শোভনলাল এর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, মৃত কল্পনা রানী শীলের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর ছেলের ভিন জাতের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এতেই আপত্তি তাঁর মায়ের। যার ফলে মা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। এদিকে কল্পনা রানী শীলের মৃত্যুর পর থেকে নিখোঁজ তাঁর ছেলে। ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে তাঁর ফোন। এর ফলে স্বভাবতই সন্দেহ করা হচ্ছে পুলিশের তরফে।
এ বিষয়ে মৃত মহিলার ভাইঝি জানান, ‘পিসির সাথে গত এক সপ্তাহ থেকে কোন যোগাযোগ হয়নি। পিসি খুব শান্ত স্বভাবের। এভাবে শুধু শুধু মারা যেতে পারেনা। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে। আমরা চাইছি এর সঠিক তদন্ত হোক।’
এ বিষয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট দেবাশীষ মন্ডল বলেন, ‘আমাদের কর্মীদের আবাসন ছিল ওটা। সেখানে ওই মহিলার মৃতদেহ পাওয়া গেছে। পুরো বিষয়টি বালুরঘাট থানায় জানানো হয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct