আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে গড়ানো টান টান উত্তেজনার ফাইনালে ৭ রানে জিতে ভারত। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের পর এবারই কোনো বিশ্ব আসরের শিরোপা জিতলো তারা। এই পথে অনেকগুলো রেকর্ডও সঙ্গী হয়েছে তাদের।
টুর্নামেন্ট সেরা : টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।
হয়েছেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৪.১৭ করে। মাত্র ৮.২৬ রান খরচায় পেয়েছেন একটি করে উইকেট। হয়েছেন টুর্নামেন্ট সেরা।
পুরস্কার ১৭ লাখ ৬২ হাজার টাকা।
ফাইনালে ম্যাচসেরা : ফাইনালে বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রানের অনবদ্য এক ইনিংস খেলে হয়ে ফাইনালের ম্যাচসেরা। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ ৮৮ হাজার টাকা।
স্মার্ট ক্যাচ : ফাইনালে অন্তিম মুহুর্তে ডেভিড মিলালের অসাধারণ এক ক্যাচ নিয়েছেন সূর্যকুমার যাদব।
টুর্নামেন্টে স্মার্ট ক্যাচের মর্যাদা পেয়েছে এটি। পুরস্কার সাড়ে ৩ লাখ টাকা।
সর্বোচ্চ রান : ৮ ইনিংসে ২৮১ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
সর্বোচ্চ উইকেট : টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারিও আফগানিস্তানের। পেসার ফজলহক ফারুকি।
সাথে আছেন ভারতীয় পেসার আর্শদ্বীপ সিংও। দুইজনেই ১৭ উইকেট করে নিয়েছেন।
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর : আফগানিস্তান বিপেক্ষে নিকোলাস পুরানের ৯৮ রান বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
সেরা বোলিং ফিগার : ফজলহক ফারুকির উগান্ডার বিপক্ষে ৯ রানে ৫ উইকেট বিশ্বকাপে সেরা বোলিং ফিগার
সবচেয়ে বেশি ছক্কা : নিকোলাস পুরান (১৭টি)
সর্বোচ্চ স্ট্রাইক রেট : শাই হোপ (১৮৭.৭১)
সেরা ইকোনমি : টিম সাউদি (৩.০০)
সবচেয়ে বেশি ৫০+ স্কোর : রোহিত শর্মা ও গুরবাজ (৩টি)
সবচেয়ে বেশি ক্যাচ : এইডেন মার্করাম (৮টি)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct