নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: প্রদেশ কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের এক প্রতিনিধি দল কলকাতার বৌবাজারের সরকারি হস্টেল ‘উদয়ন’-এ নির্মমভাবে খুন হওয়া ইরশাদ আলমের বাড়িতে গিয়ে তারে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। ওই প্রতিনিধি দলে ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু শাখার চেয়ারম্যান শামিম আখতার, সাধারণ সম্পাদক আইনজীবী আসফাক আহমেদ প্রমুখ। এরশাদের স্ত্রী, মেয়ে ও ছেলে এবং তার আত্মীয়দের সঙ্গে দেখা করে তারা শোকগ্রস্ত পরিবারের পাশে দাাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
শামিম আখতার এ ব্যাপারে বলেন, এরশাদ একজন পরিশ্রমী টিভি মেকানিক। তার দুঃখজনক মৃত্যু তার পরিবারকে গভীর শোক এবং আর্থিক সংকটে ফেলে দিয়েছে।
তিনি আরও বলেন,আমরা ইরশাদ আলমের বর্বর হত্যার তীব্র নিন্দা করছি। এই ভয়াবহ ঘটনাটি একটি দরিদ্র পরিবারকে আর্থিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের পরিবারের প্রধান উপার্জনকারীর মৃত্যু বিপদ ডেকে এনেছে। এরশাদের পরিবারের জন্য অবিলম্বে রাজ্য সরকারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে যাতে তারা এই কঠিন সময়ের মধ্যে তাদের কিছু সুরাহা হতে পারে। আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করছি এবং ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসফাক বলেন, সরকারি হোস্টেলে এরশাদ আলমের হত্যাকাণ্ডের মতো বর্বরতা রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অপরাধীদের উপযুক্ত শাস্তির পাশাপাশি ইরশাদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে। আমরা রাজ্য সরকারের কাছে এ ব্যাপারে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রদেশ কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগ রাজ্য সরকারকে ইরশাদের পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। আমরা সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির প্রতিও আবেদন করছি যে তারা শোকাহত পরিবারকে সমর্থন করার জন্য এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমাদের সাথে যোগদান করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct