সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ঠিকাদারের চরম গাফিলতিতে ৮ মাস পড়ে রাস্তার কাজ, ভাঙাচোরা রাস্তায় চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা, রাস্তার মাঝ বরাবর ঠিকা সংস্থার জলের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের ।
বিষ্ণুপুর বাঁকাদহ থেকে জয়রামবাটি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৪০০০.৪৭ লক্ষ টাকা ব্যয় ভগ্ন প্রায় জরাজীর্ণ রাস্তাটির কাজ শুরু হয় ২০২৩ সালের ৩১ শে মার্চ থেকে। কাজ শেষ হওয়ার কথা ২০২৪ সালের ৩০ শে মার্চের মধ্যে। অধিকাংশ রাস্তা সম্পূর্ণ হলেও বিষ্ণুপুর থানার বাঁকাদহ মোড় থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘ সাত থেকে আট মাস ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার উপর বড় বড় পাথর বেরিয়ে আছে, গাড়ি পেরোলেই ধুলোয় অন্ধকার হয় চারিদিক।
স্থানীয়দের অভিযোগ রাস্তার পাথরের আঘাতে আহত হয়েছে একাধিক মানুষ। বারংবার ঠিকা সংস্থা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের বললেও সমস্যার সমাধান হয়নি।
এর আগেও একাধিক বার বিক্ষোভ হয়েছে প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ উঠেছে। তবে এবার প্রশাসনিক আশ্বাসে আর চিরে ভিজবে না বলেই দাবি বিক্ষোভকারীদের। এদিন সকাল থেকেই বাঁকাদহ মোড় সংলগ্ন এলাকায় ঠিক আর সংস্থার জলের গাড়ি রাস্তা বরাবর আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত রাস্তার কাজে হাত লাগাচ্ছে প্রশাসন ততক্ষণ তারা এই বিক্ষোভ তুলবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct