আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে ৩০ জন মুসলিমের একটি দল শুক্রবার হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছে বলে দাবি করেছে সাজা সংস্কৃতি মঞ্চ নামে একটি সংগঠন। এই অনুষ্ঠানকে ‘ঘর ওয়াপসি’ বলা হচ্ছে। সাঝা সংস্কৃতি মঞ্চের দাবি, মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইন ২০২১-এর আইনি বিধানের আওতায় মুসলিমরা স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন।সংগঠনের সভাপতি স্যাম পাওয়ারি বলেন, ‘মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইন ২০২১-এর অধীনে মুসলিম সম্প্রদায়ের প্রায় ৩০ জন স্বেচ্ছায় হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। এর মধ্যে ১৪ জন নারীও রয়েছেন।
পাওয়ারি আরও ব্যাখ্যা করেছিলেন যে ইন্দোর এবং পশ্চিম মধ্যপ্রদেশের অন্যান্য জেলা থেকে আগত এই ব্যক্তিদের পূর্বপুরুষরা মূলত হিন্দু ছিলেন। ধর্মান্তরিতরা তাদের স্বেচ্ছাসেবী সিদ্ধান্তের কথা জানিয়ে জেলা প্রশাসনের কাছে হলফনামা জমা দিয়েছেন বলে জানা গেছে। এলাকার ডিসিপি অভিনয় বিশ্বকর্মা ধর্মান্তরকরণ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, খাজরানা গণেশ মন্দিরে স্বেচ্ছায় ধর্মান্তরিত হওয়ার অনুষ্ঠানে ২৮ জনের অংশগ্রহণের খবর আমরা পেয়েছি। আমরা এখনও পর্যন্ত এমন কোনও অভিযোগ পাইনি যে এই লোকেরা কোনও চাপ, প্রভাব বা লোভের কারণে ধর্মান্তরিত হয়েছে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইন ২০২১, যা বলপ্রয়োগ, জালিয়াতি বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তর নিষিদ্ধ করার জন্য বিধি করা হয়েছে, লঙ্ঘনকারীদের জন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা সহ কঠোর শাস্তির আদেশ দেয়।
যদিও, মাওলানা আব্দুল মালিক নদভী অভিযোগ করেছেন হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করলে তাকে এই আইনে কারাগারে পাঠানো হয় এবং তাদের জীবন দুর্বিষহ করে তোলা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct