আপনজন ডেস্ক: এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার রবিবার বলেছেন তাঁর দল, কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) যৌথভাবে এই বছরের অক্টোবরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এক সাংবাদিক সম্মেলনে শরদ পাওয়ার আরও বলেন, মহারাষ্ট্রের প্রধান বিরোধী দলগুলির নৈতিক দায়িত্ব ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জোটের অংশ ছোট শরিকদের স্বার্থ রক্ষা করা। এনসিপি (এসপি), কংগ্রেস এবং শিবসেনা (ইউবিটি) বিরোধী মহা বিকাশ আঘাদি (এমভিএ) এর উপাদান, যা ঠাকরের নেতৃত্বাধীন সরকারের পতনের আগে নভেম্বর ২০১৯ থেকে জুন ২০২২ পর্যন্ত রাজ্যে ক্ষমতায় ছিল। পওয়ার বলেন যে বিরোধীরা মহারাষ্ট্রের জনগণের সামনে একটি সম্মিলিত মুখ রাখবে। রাজ্যে পরিবর্তন প্রয়োজন এবং তা কার্যকর করা বিরোধী জোটের নৈতিক দায়িত্ব। তাই যৌথভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জোট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct