আপনজন ডেস্ক: ফৈজাবাদের সাংসদ তথা সমাজবাদী পার্টির নেতা অবধেশ প্রসাদকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করতে পারে বিরোধীরা। স্পিকার নির্বাচনের সময় তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, যেখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মতপার্থক্য সামনে এসেছিল, বিরোধীরা এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করার জন্য একটি সংযুক্ত ফ্রন্ট উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
সাংবিধানিকভাবে বাধ্যতামূলক হলেও সপ্তদশ লোকসভা ডেপুটি স্পিকার ছাড়াই চলত। জল্পনা ছাড়াও, সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ইঙ্গিত দেওয়া হয়নি যে অষ্টাদশ লোকসভাতেও এই পদটি পূরণ করা হবে।
সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদকে ডেপুটি স্পিকার করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিরোধীরা ডেপুটি স্পিকার পদের দাবি জানালেও কেন্দ্রের তরফে এখনও কোনও প্রতিশ্রুতি মেলেনি। এনডিএ সরকার বিরোধীদের ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রতিশ্রুতি না দেওয়ায় বিরোধী ব্লক স্পিকার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
অযোধ্যার ফৈজাবাদ কেন্দ্র থেকে লোকসভা ভোটে জিতে বিজেপিকে চমকে দিয়েছিলেন অবধেশ প্রসাদ। ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির দু’বারের সাংসদ লাল্লু সিংকে পরাজিত করে খবরের শিরোনামে উঠে আসা নয়বারের বিধায়ক ও প্রথমবার সাংসদ প্রসাদকে বেছে নিয়েছেন নেতারা। প্রসাদ বিজেপির লাল্লু সিংকে প্রায় ৫৫,০০০ ভোটে পরাজিত করেছিলেন। সূত্রের খবর, ফৈজাবাদ থেকে জয়ী দলিত অবধেশ প্রসাদকে প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী তার সঙ্গে কথা হয় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, এমনকী রাহুল গান্ধির সঙ্গেও। কংগ্রেস, তৃণমূল ও সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা গিয়েছে।
ডেপুটি স্পিকার পদে সপা সাংসদ অবশধেশ প্রসাদকে মনোনায়ন দিয়ে এনডিএকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চায় ইন্ডিয়া জোট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct