এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর দ্বন্দ্ব বরাবরের ৷ শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার আংরাইল সীমান্ত এলাকায় কৃষকের ফসল তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন কৃষকেরা ৷ মাঠ থেকে ফসল তুলে আনতে দিচ্ছে না বিএসএফ ৷ ফলে মাঝেমধ্যে ফসল নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়ছে কয়েক হাজার কৃষকেরা ৷
গাড়ি ব্যবহারে হঠাৎ হঠাৎ নিষেধাজ্ঞা জারি করায় অন্যান্য হাটে যেতে সমস্যা হয়ে পড়ছে কৃষকেরা ৷ বিএসএফের বিরুদ্ধে এমনই অভিযোগ এনে আংরাইল বাজারে রামনগর রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে গ্রামের বাসিন্দারা ৷ মহিলারাও সামিল হয় বিক্ষোভ আন্দোলনে ৷ স্থানীয়দের বক্তব্য, শনি মঙ্গলবার এলাকায় হাট বসে ৷ হাটবারে কৃষকরা মাঠে থেকে ফসল তুলে হাটে নিয়ে এসে বিক্রি করে ৷ অভিযোগ, মাঝেমধ্যেই বিএসএফ মাঠের থেকে ফসল আনতে বাধার সৃষ্টি করে ৷ অবরোধকারীদের কথায়, শনিবার সকালে হঠাৎই বিএসএফের পক্ষ থেকে জানানো হয় গাড়িতে করে সবজি নিয়ে যাতায়াত করা যাবে না ৷ ফলে মাঠে কয়েকশ কেজি সবজি নিয়ে শতাধিক কৃষক সমস্যায় পড়ে ৷ ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা, অন্যদিকে গাইঘাটা থানার পুলিশ ৷ পরে পুলিশি তৎপরতায় অবরোধ উঠে গেলেও গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে চাষীদেরকে আশ্বস্ত করা হয়, পুলিশি মধ্যস্থতায় সমস্যাগুলি নিয়ে খুব দ্রুত বিএসএফের সঙ্গে এলাকাবাসীর একটি বৈঠক করে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct