এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: পদব্রজে হজে যাওয়ার ঘটনা নতুন নয়, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার আগে বহু ভারতীয় হেঁটে হজ করেছেন । সম্প্রতি সময়ে শিহাব চত্তুরের নামও সকলের জানা, যাত্রাপথে সামাজিক গণমাধ্যমে কার্যত ভাইরাল হয়েছিলেন তিনি ৷ ফের এ বছরও ভারত থেকে পায়ে হেঁটে হজে যাচ্ছেন এক যুবক ৷ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার অন্তর্গত দক্ষিণ চন্ডিপুর গ্রামের বছর তেত্রিশের যুবক হাবিবুল্লাহ শেখ গত ১৩ই এপ্রিল হজ যাত্রার উদ্দেশ্যে পায়ে হেঁটে হজ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ প্রচারের আলোয় না থাকলেও বর্তমানে তিনি অবস্থান করছেন ইরানের বান্দার আব্বাসে ৷
জানা গিয়েছে, একদিকে হজ করার অদম্য ইচ্ছা এবং অন্যদিকে আর্থিক সংকটের মধ্যেও মহান সৃষ্টিকর্তাকে খুশি করার উদ্দেশ্যেই হাবিবুল্লাহ শেখের হজ গমন ৷
হাবিবুল্লাহ শেখের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব ৭৭০০ কিলোমিটার, দীর্ঘ এ যাত্রায় তিনি ভারত, পাকিস্তান, ইরাক, ইরান এবং কুয়েত সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাবেন । ইতিমধ্যেই তিনি ভারত এবং পাকিস্তান অতিক্রম করেছেন ৷ পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বের হওয়ার পর ভারতের একাধিক রাজ্য পার করে হাবিবুল্লাহ পাকিস্তান সীমান্ত পার হয়ে সমস্যায় পড়েন । সে দেশে মাত্র ৭২ ঘণ্টার ভিসা পান তিনি ৷ যে কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পায়ে হাঁটার পরিবর্তে বিমানে পাকিস্তান অতিক্রম করতে হয় হাবিবুল্লাহ শেখ’কে ৷
যদিও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন শিহাব চত্তুর ৷ পাকিস্তানে প্রবেশ করার জন্য শিহাবের কোনো ভিসা ছিল না । ভিসা পাওয়ার জন্য তিনি দীর্ঘ ১ মাস অপেক্ষা করেন । শেষ পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ তাকে ভিসা প্রদান করে ।
হাবিবুল্লাহ শেখ আপনজন প্রতিনিধিকে ফোনে জানান, তিনি বর্তমানে ইরানের বান্দার আব্বাসে অবস্থান করছেন, সৌদি আরব পৌঁছাতে এখনো মাস ছয়েক সময় লাগবে ৷
সেখানে পৌঁছে তিনি ওমরা হজের কাজ সম্পন্ন করবেন এবং ফরজ হজের জন্য প্রস্তুতি নেবেন ৷ হবু হাজী হাবিবুল্লাহ জানান, যাত্রাপথে তিনি বহু মানুষের ভালোবাসা পাচ্ছেন, প্রতিদিন নিয়ম করে ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ হাঁটছেন তিনি। যাত্রাপথে তেমন কোনো সমস্যা নেই বললেই চলে ৷
সামাজিক গণমাধ্যমে শিহাব চত্তুরের মতো হাবিবুল্লাহ শেখের তেমন প্রচার নেই বললেই চলে, সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে হাবিবুল্লা জানান আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নেই ৷ তবে স্বপ্ন ছোঁয়ার উদ্দেশ্য নিয়েই নীরবে হেঁটে চলেছেন হাজার হাজার কিলোমিটার ৷
সাত ভাইয়ের মধ্যে সবার বড় সে, শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক, বাকি ছয় ভাই কোরআনের হাফেজ, বাবা স্থানীয় এক মসজিদে ৪০ বছরের ইমামতি করছেন, পরিবারের সদস্যদের মধ্যে আরও রয়েছেন মা, স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা ৷
সকলের সহযোগিতা পাচ্ছেন হবু হাজী হাবিবুল্লাহ ৷ ২০২৫ সালে তিনি হজ সম্পন্ন করবেন ৷ যাত্রাপথে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন হাবিবুল্লাহ শেখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct