আপনজন ডেস্ক: প্রথম ম্যাচে ব্রাজিলকে থমকে দেওয়া কোস্টারিকা বড় ব্যবধানে হারলো কলম্বিয়ার কাছে। কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়ানরা। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দেশটি।
আজ সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ফার্ম স্টেডিয়ামের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। ম্যাচের ৫ম মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত হেড গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ২০তম মিনিটে দারুণ এক শট নেন জেমস রদ্রিগেজ। তবে কোস্টারিকার গোলরক্ষক প্যাটট্রিক সেকুইরা সেটি লাফিয়ে পড়ে রুখে দেন। ৩১তম মিনিটে কোস্টারিকার গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পায় কলম্বিয়া। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন দিয়াজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি কলম্বিয়া।
৫৯তম মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করেন ডেভিনসন চেনচেজ। ৩ মিনিট পর দলের ব্যবধান ৩-০ করেন জন করডোবা।
কলম্বিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে পা বাড়িয়েছে কোস্টারিকা। শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অন্তত ৪ গোলের ব্যবধানে জিতলে তবেই যদি কিন্তুর প্রশ্ন। ব্রাজিল যদি ৩ গোলের ব্যবধানে কলম্বিয়ার কাছে হারে তবেই কোয়ার্টারে যেতে পারবে কোস্টারিকা। ব্রাজিলের কাছে হার দিয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে গ্রুপের অন্য দল প্যারাগুয়েরও।
কোপা আমেরিকায় এরই মধ্যে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে ও কলম্বিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপ ‘এ’ থেকে কানাডা-চিলি ও পেরু এখনও কোয়ার্টারের লড়াইয়ে আছে। ‘বি’ গ্রুপে কোয়ার্টার লড়াই জমবে মুখোমুখি হওয়া মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যে। যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে এক দল যাবে শেষ আটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct