আপনজন ডেস্ক: শুক্রবার কংগ্রেস অভিযোগ করেছে লোকসভায় নিট প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উত্থাপন করায় বিরোধী দলনেতা রাহুল গান্ধির মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কংগ্রেস সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে রাহুল গান্ধি স্পিকার ওম বিড়লাকে মাইক্রোফোন ব্যবহারের জন্য অনুরোধ করছেন। রাহুল গান্ধি নিট বিতর্ক চেয়েছিলেন এবং সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেছিলেন। জবাবে স্পিকার ওম বিড়লা স্পষ্ট জানিয়ে দেন, তিনি সাংসদদের মাইক্রোফোন বন্ধ করেন না। তিনি বলেন, আলোচনা হওয়া উচিত রাষ্ট্রপতির ভাষণের ওপর। অন্যান্য বিষয় সংসদে রেকর্ড করা হবে না।
কংগ্রেস ট্যুইট করে বলেছে, একদিকে নরেন্দ্র মোদি নিট নিয়ে কিছু বলছেন না, অন্যদিকে বিরোধী নেতা রাহুল গান্ধি সংসদে যুবকদের আওয়াজ তুলছেন। কিন্তু এমন একটি গুরুতর ইস্যুতে মাইক বন্ধ করার মতো সস্তা কাজ করে যুবকদের কণ্ঠরোধ করার ষড়যন্ত্র করা হচ্ছে।
বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেছেন, নেট পেপার লিক ইস্যুতে সংসদে কোনও আলোচনা না হওয়াতে নিট-এর ক্ষেত্রে একটি বড় বিপর্যয় ঘটেছে। সবাই জানে যে পেপার ফাঁস হয়েছে। এক শ্রেণির মানুষ হাজার হাজার কোটি টাকা আয় করেছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরও বলেন, বিরোধী দলের বৈঠকে আমি নিজেই বিষয়টি তুলে ধরেছি এবং এর ওপর একদিনের বিতর্কের প্রস্তাব দিয়েছি। এতে সব বিরোধী দল একমত হয়েছে। আমি সংসদে বিষয়টি উত্থাপন করেছি কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হয়নি। এটা দুঃখজনক যে সরকার এ নিয়ে আলোচনা করতে চায় না। আমার কাছে মনে হয়েছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশ এসেছে। এটা দুঃখজনক যে প্রধানমন্ত্রীর বিতর্কে নেতৃত্ব দেওয়া উচিত ছিল কিন্তু তিনি বিতর্ক চান না।
নিট ইউজি ২০২৪ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের দাবির মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে দেশব্যাপী প্রতিবাদের সূত্রপাত করেছে। শুনানি শুরু হতেই কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনার জন্য লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন। তবে স্পিকার জানিয়েছেন, সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে। লোকসভায় হইচই শুরু হলে ১ জুলাই পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct