আপনজন ডেস্ক: ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির পর আইসিসির ইভেন্টে প্রথম শিরোপা জয়ের সুযোগ ভারতের সামনে। ভারত কি পারবে? পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হলে সাধারণ কথাটাই বলেছেন ভারতের অধিনায়ক, ‘আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। দল ভালো অবস্থায় আছে। আশা করি, ফাইনালে আমরা ভালো খেলব।’ ভারত ভালো খেলেই ২০০৭ সালের পর প্রথমবার টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। গায়ানায় গতকাল রাতে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে রোহিতের দল। একেবারে শতভাগ ভালো খেলে ফাইনালে উঠেছে, সে কথা বলা যাবে না। বিরাট কোহলিকে নিয়ে যেমন দুশ্চিন্তা কাটছেই না। রান–খরায় ভুগছেন ভারতের তারকা ব্যাটসম্যান। যে কারণে ফাইনালে ওঠার আগপর্যন্ত ওপেনিং জুটিতে একবারও ভালো শুরু পায়নি ভারত। ফাইনালে তো এটা দুশ্চিন্তার কারণ হতেই পারে।
কিন্তু রোহিত সম্ভবত ব্যাপারটি নিয়ে ভাবছেন না কিংবা ভাবনা থাকলেও সেটা মুখ ফুটে বলেননি। কারণ, ব্যাটসম্যানটির নাম কোহলি। ভারত জাতীয় দলে ১৬ বছর ধরে তাঁকে দেখছেন। কোহলি ব্যাটসম্যান হিসেবে কত উঁচুমানের সেটা সবারই জানা। আর বাজে সময় কার না যায়! এত দিন খেলার অভিজ্ঞতায় রোহিত মনে করেন, কোহলি যেহেতু দেড় দশকের বেশি সময় ধরে খেলছেন, তাই ফর্ম নিয়ে ভাবনার কিছু নেই। তাহলে কি ফাইনালেই...? হ্যাঁ, ভারত ফাইনালে ওঠার পর দলটির বেশির ভাগ সমর্থকের মনের আশার সঙ্গে রোহিতও সুর মিলিয়েছেন। কোহলি সম্ভবত ফাইনালকেই রানে ফেরার উপলক্ষ বানাবেন! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলির রান–খরার প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘আমরা তার ক্লাস (মান) বুঝি। ১৫ বছর ধরে খেললে ফর্ম কোনো সমস্যাই নয়। সম্ভবত ফাইনালের জন্য জমিয়ে রেখেছে।’ তেমন কিছু হলে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে সাবধান হতেই হবে। বড় মঞ্চে অতীতেও জ্বলে উঠেছে কোহলির ব্যাট। তবে দক্ষিণ আফ্রিকার বোলাররা সম্ভবত কোহলির এখনকার পরিসংখ্যানে তাকিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে ৭ ইনিংসে ব্যাট করে ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন কোহলি। স্ট্রাইক রেট ১০০। যা তাঁর নামের সঙ্গে একদমই বেমানান। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ৯ বলে ৯ রান করে রিস টপলির বলে বোল্ড হন কোহলি। টি–টোয়েন্টিতে সর্বশেষ ৯ ইনিংসে তাঁর ফিফটি নেই। সর্বোচ্চ ৩৭ রান করেছেন সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে। তিন সংস্করণ মিলিয়েও সর্বশেষ ১১ ইনিংসের মধ্যে ফিফটি নেই কোহলির। গতকাল আউট হয়ে ফেরার পর ড্রেসিংরুমে তাঁকে সান্ত্বনা দিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। জয়ের পর কোহলির পক্ষেই ব্যাট ধরেছেন ভারতের এই কোচ। দ্রাবিড়ও মনে করেন, ফাইনালেই রানে ফিরবেন কোহলি, ‘বিরাটকে আপনারা জানেন। একটু ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সব সময় সফল হওয়া যায় না। আজও (গতকাল ম্যাচে) যেমন, সে একটি ছক্কা মারার পর ভাবলাম ম্যাচের গতিপ্রকৃতি হয়তো ঠিক করে দেবে। কিন্তু তার দুর্ভাগ্য (আউট হওয়ার ডেলিভারি) বলটি একটু সিমের ওপর মুভমেন্ট করেছে। তবে ইনটেন্ট ভালো লেগেছে।’ দ্রাবিড় এরপর ফাইনালে কোহলির রানে ফেরার সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘এমন কিছু বলতে চাই না, যাতে হিতে বিপরীত হয়; তবে আমার মনে হয় বড় কিছুই আসছে। তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয়—আমার মনে হয় তার এটা (রানে ফেরা) প্রাপ্য।’
ব্রিজটাউনে আগামীকাল ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct