আপনজন ডেস্ক: জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা নেতা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায়ের আদালত তাকে নিয়মিত জামিন দেয়। ১৩ জুন হেমন্ত সোরেনের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর বক্তব্য শোনার পর আদালত তার নির্দেশ সংরক্ষণ করে। সাত ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ২০২৪ সালের ৩১ জানুয়ারি সোরেনকে গ্রেফতার করে ইডি। এরপর রাজভবনে গিয়ে রাজ্যের শীর্ষ পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন। তার পদত্যাগের পরে চম্পাই সোরেন জেএমএম পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন এবং ৫ ফেব্রুয়ারি নতুন চম্পাই সোরেন সরকার ৪৭ জন বিধায়ক প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে ট্রাস্ট জিতেছে। মামলাটি রাঁচির বাদগাই এলাকায় ৮.৮৬ একর জমির দলিল জাল করার সাথে সম্পর্কিত।
জামিনের পরপরই মিঃ সোরেনের আইনজীবী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং বিকেল চারটে নাগাদ তিনি বিরসা মুন্ডা সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে আসেন। স্ত্রী কল্পনা মুর্মু সোরেনকে সঙ্গে নিয়ে সরাসরি বাবা শিবু সোরেনের বাড়িতে যান তাঁর আশীর্বাদ নিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct