আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতিবছর ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের আয়োজন করে তৃণমূল। সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যকে বেশি করে মানুষের কাছে তুলে ধরতে আসন্ন ২১ জুলাইয়ের সমাবেশকে হাতিয়ার করতে চায় তৃণমূল কংগ্রেস। তার জন্য ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের কভার পেজে ২১ জুলাইয়ের পোস্টার লাগানো হয়েছে। সেই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও অভিষেকের ছবি না থাকায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে, ২০২৩ সালের ২১ জুলাইয়ের যে প্রচার চলেছিল সোশ্যাল মিডিয়ায় তাতেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়াই ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসে সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসতেই তৃণমূলের প্রচার মাত্রই মমতার সঙ্গে অভিষেকের ছবির প্রসঙ্গ এসে যায়। আর এবারের বিতর্ক হওয়ার আরও একটি কারণ হল, কিছুদিন অভিষেক জানিয়ে দিয়েছিলেন, কিছুদিন তিনি ছুটি নিচ্ছেন এবং সাংগঠনিক কাজ থেকে দূরে থাকবেন।
এই ঘোষণার পর সামনে বড় কর্মসূচি বলতে ২১ জুলাইয়ের প্রতিষ্ঠা দিবস পালন। সেই ২১ জুলাইয়ের কর্মসূচি সফল করে তুলতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্য সভাপতি হিসেবে বক্সী চিঠি পাঠিয়েছেন দলের সমস্ত জেলা সভাপতি ও চেয়ারম্যানকে। আর সেই চিঠিতে রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস এবং সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের নাম থাকলেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকায় স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে ট্যুইটার হ্যান্ডেলে ২১ জুলাইয়ের পোস্টারে অভিষেকের ছবি নেই। অপরদিকে প্রতিটি ব্লকে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করতে এবং ওই দিন যাতে ধর্মতলায় ‘রেকর্ড জমায়েত’ হয়, তা সুনিশ্চিত করতে দলীয় দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো চিঠিতে অভিষেকের নাম নেই। এই দুটি বিষয় উসকে দিয়েছে ২০২৩-এর নভেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সম্মেলনের পোস্টারে অভিষেকের ছবি না থাকায়। সেই সময় গুঞ্জন ছিল, অভিষেক ও মমতার মধ্যে দূরত্ব বাড়ছে। কিন্তু সেই জল্পনাই আবারও ঘুরে ফিরে আসতে শুরু করেছে। ২১ জুলাইয়ের মতো দলের গুরুদ্বপূর্ণ কর্মসূচিতে দলের সেনাপতি এবং তৃণমূলের বর্তমান আইকন হাজির না থাকলে এই জল্পনা যে আরও বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct