আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুর শহরে যানজট এড়াতে যে সকল ব্যবসায়ীরা ফুটপাত ঘিরে ব্যবসা করছিলেন তাদেরকে পৌরসভা মাইকিং করার পর ও ফুটপাত ব্যবসায়ীরা কোন প্রকার সহযোগিতা না করায়। আজ সকাল থেকে শুরু হয়েছে ফুটপাত উচ্ছেদ এই ফুটপাত উচ্ছেদকে ঘিরে বোলপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ফুটপাত উচ্ছেদে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মানানিয়া পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ বোলপুরের বাইশটা ওয়ার্ডের কাউন্সিলরগণ। এছাড়া এই উচ্ছেদে যাহাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বোলপুর প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়। অনেক ব্যবসায়ী আবার অভিযোগ করেছেন যে আমাদেরকে সময় দেওয়া হয়নি। অনেক ফুটপাত ব্যবসায়ী আবার কান্নায় ভেঙে পড়েন যে আমাদের রুজি রোজগারের আর কোন পথ নেই কিভাবে আমাদের সংসার চলবে ।তবে অনেকে আশাবাদী যদি বোলপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান সফল হয় তাহলে অন্ততপক্ষে হেরিটেজ শহর বোলপুরে আর যানজটের সমস্যা থাকবে না। এছাড়া ড্রেনে জল নিষ্কাশনের সুব্যবস্থা হবে কারণ বর্ষার সময় জল ড্রেন থেকে বের হয়ে রাস্তায় অতিবাহিত হয় তার ফলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়ে থাকে। বোলপুর শহরে জল নিষ্কাশনের ব্যবস্থা একমাত্র ট্রেনের উপর নির্ভর করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct