নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: শিক্ষায় দুর্নীতি ও বেহাল পরিকাঠামোর প্রতিবাদে জেলা শাসকের দফতরে এআইডিএসও-র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের ব্যরিকেড ভেঙে দফতরে ঢোকার চেষ্টা, পুলিশের সাথে ধাক্কাধাক্কি ।
শিক্ষা ক্ষেত্রে ব্যপক দুর্নীতি ও বেহাল পরিকাঠামোর প্রতিবাদে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে এ আই ডি এস ও র বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়াল। এদিন মিছিল করে এ আই ডি এস ও জেলা শাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ব্যরিকেড তৈরী করে মিছিল আটকায়। আন্দোলনকারীরা ব্যরিকেড ভেঙে দফতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে কার্যত ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের।
শিক্ষকের অভাবে রাজ্য জুড়ে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ বহু কলেজের পঠন পাঠন। কলেজে ভর্তির ক্ষেত্রে জটিলতার শিকার হচ্ছে পড়ুয়ারা। পরিকাঠামোর অভাবে ধুঁকছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। নেট ও নিটের মতো সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতি সামনে আসছে। এরজন্য দায়ী কেন্দ্রের ও রাজ্যের শিক্ষানীতি। অবিলম্বে সেই শিক্ষানীতি বদলের দাবীতে আজ বাঁকুড়ায় জেলা শাসক দফতর অভিযানের ডাক দেয় এ আই ডি এস ও। সকালে বাঁকুড়া শহরের তামলীবাঁধ ময়দানে ওই ছাত্র সংগঠনের কর্মীরা জমায়েত করে সেখান থেকে নিজেদের দাবীতে মিছিল শুরু করেন। সংগঠনের কর্মী সমর্থকদের মিছিল শহর পরিক্রমা করে বাঁকুড়ার জেলা শাসকের দফতরের দিকে যেতেই পুলিশ ব্যরিকেড তৈরী করে মিছিলের পথ আটকায়। ব্যরিকেড ভেঙে এ আই ডিএসও কর্মীরা জেলা শাসকের দফতরের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয় এ আই ডি এস ও কর্মীদের ।
পরে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। এ আই ডি এস ও র দাবী অবিলম্বে দাবীপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct